sponsored links:

Saraswati Puja Vidhi and Saraswati Puspanjali Mantra, সরস্বতী পূজা পদ্ধতি এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পদ্ধতি

sponsored links:

Saraswati Puja Vidhi and Saraswati Puspanjali Mantra

সরস্বতী পূজা বঙ্গ সমাজের একটি অন্যতম পূজা, প্রতি বছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে মা সরস্বতী পূজা হয়ে থাকে। এই উৎসবে শিক্ষার দেবী মা সরস্বতীর পূজা অর্চনা করা করা হয়। মা সরস্বতী কে শিক্ষার সাথে সাথে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলার দেবী হিসাবেও জানা যায়। সম্পূর্ণ ভারতবর্ষে সরস্বতী পূজা হয়ে থাকে, শুধু ভারতে নয় বিদেশেও সরস্বতী পূজা হয়। সরস্বতী পূজা ছাত্র ছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব কারণ এই পূজাতে ছাত্র-ছাত্রীরা তাদের ভালো পড়াশুনার জন্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য মা সরস্বতীর কাছে প্রার্থনা করে এবং মা সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলী অর্পণ করে।

সামনে মায়ের পুজো আমারা সকলে মায়ের অঞ্জলি দিব তাই সরস্বতী পুষ্পাঞ্জলী মন্ত্র টি ভালো করে মুখোস্থ করে নিয়। 

সরস্বতী পূজা কিভাবে পুষ্পাঞ্জলি দেওয়া হয় ? 

সকালে (তিথি অনুসারে) স্নান করে, পরিস্কার জামা-কাপড় পরে মা সরস্বতীর প্রতিমার সম্মুখে বসতে হয় এবং নিজেদের পরাশুনার বই-খাতা বা অন্নান্য শিক্ষামুলক বস্তু  মা সরস্বতীর প্রতিমার সম্মুখে রাখতে পার (যদি রাখতে ইচ্ছা হয় কোন বাধ্যতামুলক নয়)। নত মস্তক হয়ে দুই হাথ জোড় করে পুষ্পাঞ্জলি মন্ত্র তিন (৩) বার পাঠ করতে হবে ।

সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র :
ওঁ সরস্বতৈ নমো নিত্যং ভদ্রকাল্লৈ নমো নমঃ॥
বেদ- বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ স্বাহা ॥
এষ স চন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ ওঁ সরস্বতৈ নমো নমঃ॥
পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করার পর সরস্বতী প্রণামমন্ত্র নত মস্তক হয়ে দুই হাথ জোড় করে পাঠ করতে হয়।  সরস্বতী প্রণামমন্ত্র পাঠ করার পর মা সরস্বতী কে স্বরণ করে প্রনাম কর। 

সরস্বতী প্রণামমন্ত্র :
ওঁ জয় জয় দেবী চরাচরসারে। কুচযুগশোভিত মুক্তাহারে।
বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে ॥
ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমোহস্তুতে ॥
সরস্বতী পূজার ওয়ালপেপার ও ফটো ফ্রী ডাউনলোড করুন →

শুভ সরস্বতী পূজা।  মা সরস্বতী পূজার পর সকলে মিলে এই দিন আনন্দের সাথে কাটানো দরকার। 

Online Panchang and Hindu Calendar, All Festivals Dates and Time in India. Puja Dates and Time around the world, Durga Puja, Diwali dates and time and many more.sponsored links:
Follow Us On Twitter :