Jamai Sasthi SMS : 01 ©festivalsdatetime.co.in
জামাই ষষ্ঠী ভারী মজা
খাবো যে ভাই খাস্তা গজা,
ইলিশ মাছ আর পটল ভাজা
জমবে আসর খুবই খাশা।
শুভ জামাই ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা।
Jamai Sasthi SMS : 02 ©festivalsdatetime.co.in
আসবে জামাই আজ বাড়িতে
হৈ চৈ তাই সবাই করে,
করবে খাতির সবাই মিলে
আসলো জামাই বছর পরে।
শুভ জামাই ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা।
Jamai Sasthi SMS : 03 ©festivalsdatetime.co.in
জামাই মেয়ে এলো বলে ওই
শাঁখের ধ্বনি বাজলো দেখো,
পাড়া পড়শী সব আসলো ছুটে
সবাই বলে, নতুন জামাই দেখো।
শুভ জামাই ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা।
Jamai Sasthi SMS : 04 ©festivalsdatetime.co.in
এনেছি ইলিশ টাটকা তাজা
আসছে আমার জামাই রাজা,
খুশিতে আমার মন রয়ে না
জামাই আমার খাঁটি সোনা।
শুভ জামাই ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা।