Festivals Date Time, Hindu Calendar and Online Panchang

Online Panchang and Hindu Calendar, Bengali Calendar, Pooja Dates, Festivals Information.

বাস্তু শাস্ত্র বদলে দেবে আপনার ব্যাবসার স্থিতি, পাবেন প্রচুর লাভ ও শুভ ফল - বাংলা বাস্তু শাস্ত্র

ব্যবসার জন্য বাস্তু শাস্ত্র পাবেন প্রচুর লাভ ও শুভ ফল
©www.festivalsdatetime.co.in
সঠিক বাস্তু বদলে দেবে আপনার ব্যাবসার স্থিতি, পাবেন প্রচুর লাভ ও শুভ ফল।  ভালো ব্যাবসা করার জন্য, পরিবর্তন করুন দোকান বা অফিসের বাস্তু। 
বাড়ি হোক বা দোকান বাস্তু যদি ঠিক থাকে তাহলে অবশ্যই লাভ পাবেন আর সেটা আপনি নিজের থেকেই বুঝতে পারবেন। যদি আপনার দোকান, অফিস বা শও-রুমের ভেতরের এবং বাইরের ব্যাবস্তা বাস্তু শাস্ত্র হিসাবে হয়ে থাকে তাহলে আপনি অধিক লাভ এবং শুভ ফল পাবেন এবং অনবরত পেয়ে যাবেন। আমাদের জীবনের প্রায় সমস্ত জায়গায় বাস্তুশাস্ত্রের প্রয়োজন হয়ে থাকে।
©www.festivalsdatetime.co.in
বাংলা বাস্তু শাস্ত্রঅনেক সময় এটা দেখতে পাওয়া যায় যে আপনার দোকান মেন মার্কেটের ভালো জায়গায় হওয়া সত্তেও ঠিক ততটা বিক্রি হচ্ছে না যতটা হওয়া দরকার, যার ফলে সঠিক লাভ আপনি উপার্জন করতে পারছেন না। এর প্রধান কারন বাস্তু দোষ হতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোন ব্যাবসা চালু করার আগে ব্যাবসার জ্যায়গা এবং তার ব্যাবস্তা সম্বন্ধে সব কিছু জেনে নেওয়া।
©www.festivalsdatetime.co.in
🔸  দোকানের আকার বর্গাকার বা আয়তকার হলে শুভ ফলের প্রাপ্তি হয়।

🔸  বাঘমুখী বা সিংহমুখী দোকান মানে যেই দোকানের আকার পিছনের দিক সরু আর সামনের দিক চৌড়া থাকে সেই দোকান বেশি লাভবান হয়ে থাকে।

🔸  গোমুখী দোকান মানে যেই দোকানের আকার সামনের দিকে সরু আর পিছন দিকে চৌড়া সেই আকারের দোকান লাভবান হয়না বলে মানা হয়।

🔸  দোকানের প্রবেশ দ্বারের দিকে ঢালু না থাকে। 

🔸  ইশান কোনে কোন রকম ভারী জিনিশ রাখবেন না, যদি পারেন ওই জায়গাটি খালী রাখবেন বা কোন হালকা জিনিশ রাখবেন আর এই জায়গাটি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন।
©www.festivalsdatetime.co.in
🔸  দোকানে খাবার জলের ব্যাবস্তা উত্তর, ইশান কোন বা পূর্ব দিকে রাখবেন। এর ফলে দোকানে লক্ষ্মী ও ধন লাভ হয়ে থাকে।

🔸  দোকানের ইশান কোন বা আগ্নেয় কোন (উত্তরপূর্ব বা দক্ষিণপূর্ব) তে বিক্রি করার জিনিসপত্র রাখা উচিৎ নিয়।

🔸  দোকানের ইলেকট্রিকের জিনিসপত্র যেমন মিটার, সুইচবোর্ড ইত্যাদি দক্ষিণপূর্ব দিকে রাখা উচিৎ। অন্য দিকে রাখলে আগুন লাগার ভয় থাকে।

🔸  দোকানের ঠিক সামনে কোন ইলেকট্রিক পোল, টেলিফোন পোল, গাছ বা সিঁড়ি যে না থাকে। মানে কোন উঁচু জিনিস না থাকলে বেশি লাভ পাওয়া যায়।
©www.festivalsdatetime.co.in
🔸  দোকানের ভেতরে জিনিসপত্র রাখার জন্য আলমারি, শো-কেশ, ফার্নিচার ইত্যাদি নেতৃত্ব কোন মানে দক্ষিণ-পশ্চিম দিকে রাখবেন।

🔸  বিক্রি করার জিনিসপত্র নেতৃত্ব কোন (দক্ষিণ-পশ্চিম) তে রাখা উচিৎ এবং পুজার মন্দির ইশান, উত্তর না পূর্ব দিকে রাখা উচিৎ।

🔸  মালিকের বসার জায়গা পশ্চিম দিকে রাখবেন।

🔸  সিন্ধুক বা পয়সার বাক্স পশ্চিম না দক্ষিণের দেওয়ালের সংস্পর্শে রাখা উচিৎ এবং যার মুখ উত্তর বা পূর্ব দিকে থাকে।

🔸  টিভি বা কম্পিউটার রাখার ভালো দিক হল দক্ষিণ-পূর্ব দিক, এই দিক বেশি লাভবান হয়ে থাকে। 
©www.festivalsdatetime.co.in কপি করে নিজের ওয়েবসাইট/ব্লগে পোস্ট করবেন না, করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।