
মকর সংক্রান্তি / পৌষ পার্বন : মকর সংক্রান্তি, যা পশ্চিমবঙ্গে পৌষ পার্বন বা পৌষ সংক্রান্তি নাম জানা যায়। পৌষ মাসের শেষ দিনে এই উৎসবটি হয় যার ফলে এই উৎসবের নাম পৌষ পার্বন। এই উৎসব নতুন ফসলের উৎসব হিসাবে পালন করা হয়।ইংরাজি কেলেন্ডারের হিসাবে পৌষ পার্বন ১৪ই জানুয়ারি তে পালিত হয়। বঙ্গ সমাজে এই দিন বিভিন্ন ধরণের পিঠা তৈরী করা হয় যা বাংলার মিষ্টি ধান, ময়দা, নারকেল, দুধ এবং খেজুর গুড় দিয়ে বানানো হয়। ©www.festivalsdatetime.co.in
এই বছর মকর সংক্রান্তি / পৌষ পার্বন এর তারিখ ▼
উৎসবের নাম | দিন | উৎসবের তারিখ |
---|---|---|
মকর সংক্রান্তি, পৌষ পার্বন | বৃহস্পতিবার | ১৪ জানুয়ারী ২০২১ |
পিঠা বিভিন্ন রকমের হয় যেমন পাটিসাপটা পিঠা, তাল পিঠা, গুড় পিঠা, সরু চাকলি, দুধের পিঠা, চন্দ্র পুলি আরো অনেক। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই দিনে মেলা দেখা যায় যেখানে ছোট থেকে বড় সকলেই আনন্দ করে। এই দিন বাংলার ঘরে ঘরে মা লক্ষীর পূজা অর্চনা করা হয় এই লক্ষী পূজা বাড়ির বাহিরে বা খামার বা খোলা জায়গাতে করা হয় বলে এই পূজা বাহির লক্ষী পূজা নামেও পরিচিত। ©www.festivalsdatetime.co.in
Online Panchang and Hindu Calendar, All Festivals Dates and Time in India. Puja Dates and Time around the world, Durga Puja, Diwali dates and time and many more.